Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

 

 

 

 

 

 

পরিমিত সেচ দিন

অধিক ফসল ঘরে তুলুন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন

নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), পটুয়াখালী রিজিয়ন এর কার্যালয়

সেচ কমপ্লেক্স, কলেজ রোড, পটুয়াখালী।

     ফোনঃ- ০২-৪৭৮৮৮০৮৬৯, ইমেইলঃ- badcexen@gmail.com

 

 

 

যারা যোগায় ক্ষুধার অন্ন

আমরা আছি তাদের জন্য

     

 সিটিজেন চার্টার

 

১। ভিশন ও মিশনঃ-

ভিশনঃ- মানসম্পন্ন কৃষি উপকরণ যোগান ও দক্ষ সেচ ব্যবস্থাপনা।

মিশনঃ- উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা, সেচ প্রযুক্তি উন্নয়ন, ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন সার ব্যবহার করা।

২। সেবা প্রদান প্রতিশ্রুতিঃ- 

২.১) নাগরিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ইমেইল)

০১

সেচস্কীম সেবা

(গভীর নলকূপ, শক্তিচালিত পাম্প, সোলার পাম্প স্থাপন, সরবরাহ ও কমিশনিং)

*কৃষক গ্রুপ হতে আবেদন প্রাপ্তি।

*আবেদন যাচাই বাচাই ও বরাদ্ধ প্রদান।

*সরবরাহ ও কমিশনিং

ক) আবেদন পত্র।

খ) স্কীম সংশ্লিষ্ট কাগজপত্র (কৃষক গ্রুপ কর্তৃক জমির পর্চা, রেজুলেশন, স্কীম ম্যাপ ইত্যাদি।

গ) আবেদনের নির্ধারিত ফরম স্থানীয় সেচ ইউনিট অফিস পাওয়া যাবে।

ক) পার্টিসিপেশন ফি ১৫,০০০/- টাকার পে-অর্ডার/ডিডি’র মাধ্যমে (ডিসচার্জ অনুযায়ী পার্টিসিপেশন ফি কম বেশি হতে পারে)।

সেচ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে ১৫ (পনের) কার্য দিবস।

সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী এর কার্যালয়, বিএডিসি।

০২

সেচের পানির গুণাগুণ পরীক্ষা (পানির PH ,  তাপমাত্রা, আয়রণ, আর্সেনিক, লবনাক্ততা ইত্যাদি)।

কৃষক/র্কসক গ্রুপ কর্তৃক নমুনা সরবরাহের পর বিএডিসি’র ল্যাবরেটরীর মাধ্যমে

 

নির্ধারিত ফি

১। আর্সেনিক/আয়রন-১০০ টাকা

২। PH/লবনাক্ততা-৫০ টাকা।

০১-০৭ কার্য দিবস

সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ), বিএডিসি, ল্যাব জোন, বরিশাল।