বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), সেচ কমপ্লেক্স, কলেজ রোড, পটুয়াখালী এর সেবাসমূহ নিম্নরূপঃ
ক) ডিজেলচালিত সেচযন্ত্র কৃষকদের মধ্যে ভাড়ায় প্রদান
ডিজেলচালিত সেচযন্ত্র পাবার জন্য সংস্থা কর্তৃক নির্ধারিত ফরম রয়েছে। ফরমসমূহ উপজেলা পর্যায়ের অফিসসহ (পটুয়াখালী সদর, বাউফল, গলাচিপা, আমতলী, বরগুনা সদর ও বামনা ইউনিট) নির্বাহী প্রকৌশলী এর দপ্তরে পাওয়া যায়। ফরমটি সংগ্রহ করে একটি স্কীম করতে হয়। স্কীমে ১-কিউসেক, ২-কিউসেক ও ৫-কিউসেক ডিজেলচালিত পাম্পের জন্য যথাক্রমে কমপক্ষে ১০ একর, ৩০ একর ও ৫০ একর চাষযোগ্য জমি থাকতে হবে। সেচ স্কীমে একজন কোষাধ্যক্ষ, একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক/গ্রুপ ম্যানেজার সহ কমপক্ষে বিশ (২০) জন সদস্য থাকতে হবে। এই কমিটি তৈরির মাধ্যমে স্কীম পরিচালিত হবে। অতঃপর স্কীম ফরমেশনের পরে উক্ত আবেদনে স্থানীয় জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সুপারিশ এনে উপ-সহকারী প্রকৌশলী, বিএডিসি-কে জমাপ্রদানসহ তিনশত (৩০০/-) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পাম্প গ্রহনের শর্তাবলী লিখিত আকারে জমা ও স্কীমের সভাপতি ও গ্রুপ ম্যানেজারের দুই (২) কপি করে রংগিন পাসপোর্ট সাইজের ছবি ও তাদের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপিসহ পাম্প ভাড়া ১-কিউসেক, ২-কিউসেক ও ৫-কিউসেক ডিজেলচালিত পাম্পের জন্য যথাক্রমে চার হাজার (৪০০০/-), সাত হাজার (৭০০০/-), পনের হাজার (১৫০০০/-) এবং জামানত ১-কিউসেক, ২-কিউসেক ও ৫-কিউসেক ডিজেলচালিত পাম্পের জন্য যথাক্রমে দুই হাজার (২০০০/-), পাঁচ হাজার (৫০০০/-) ও সাত হাজার (৭০০০/-) টাকার পে-অর্ডার/ডিডি জমা প্রদান করতে হয়। উক্ত স্কীমের আবেদন ও প্রয়োজনীয় তথ্যাদি উপ-সহকারী প্রকৌশলী, বিএডিসি সহকারী প্রকৌশলী, পটুয়াখালীকে জমা প্রদান করেন। অতঃপর স্কীম ম্যানেজারকে এক বছরের জন্য পাম্প ভাড়ায় সরবরাহ করা হয়।
বিদ্যুৎ চালিত সেচযন্ত্রের ভাড়া ১-কিউসেক, ২-কিউসেক ও ৫-কিউসেক বিদ্যুৎ চালিত পাম্পের জন্য যথাক্রমে পাঁচ হাজার (৫০০০/-), দশ হাজার (১০,০০০/-), বিশ হাজার (২০,০০০/-) এবং জামানত ১-কিউসেক, ২-কিউসেক ও ৫-কিউসেক বিদ্যুৎ চালিত পাম্পের জন্য যথাক্রমে দুই হাজার (২০০০/-), পাঁচ হাজার (৫০০০/-) ও সাত হাজার (৭০০০/-) টাকার পে-অর্ডার/ডিডি জমা প্রদান করতে হয়।
খ) ভূ-গর্ভস্থ সেচনালা প্রদান (পাইপের ৮০০ মিটার; কেবলমাত্র ১-কিউসেক ডিজেলচালিত পাম্পের জন্য)
ডিজেলচালিত ভূ-গর্ভস্থ সেচনালা পাবার জন্য সংস্থা কর্তৃক নির্ধারিত ফরম রয়েছে।ফরমসমূহ উপজেলা পর্যায়ের বিএডিসি অফিস পটুয়াখালী সদর, বাউফল, গলাচিপা, আমতলী, বরগুনা সদর, বামনা ইউনিট এবং জেলা পর্যায় সহকারী প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এর দপ্তরে পাওয়া যায়। ফরমটি সংগ্রহ করে একটি স্কীম করতে হয়। স্কীমে ২-কিউসেক ডিজেলচালিত পাম্পের জন্য কমপক্ষে ৩০ একর চাষযোগ্য জমি থাকতে হবে। সেচ স্কীমে একজন কোষাধ্যক্ষ, একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক/গ্রুপ ম্যানেজার সহ কমপক্ষে বিশ (২০) জন সদস্য থাকতে হবে। এই কমিটি তৈরির মাধ্যমে স্কীম পরিচালিত হবে। অতঃপর স্কীম ফরমেশনের পরে উক্ত আবেদনে স্থানীয় জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সুপারিশ এনে উপ-সহকারী প্রকৌশলী, বিএডিসি-কে জমাপ্রদানসহ তিনশত (৩০০/-) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ভূ-গর্ভস্থ সেচনালা গ্রহনের শর্তাবলী লিখিত আকারে জমা ও স্কীমের সভাপতি ও গ্রুপ ম্যানেজারের দুই (২) কপি করে রংগিন পাসপোর্ট সাইজের ছবি ও তাদের জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপিসহ সেচনালার পার্টিসিপেশন ফি (এককালীন) ১-কিউসেকের ক্ষেত্রে পনের হাজার (১৫০০০/-) ; ২-কিউসেকের ক্ষেত্রে বিশ হাজার (২০,০০০/-) ও ৫ কিউসেকের ক্ষেত্রে পঁচিশ হাজার (২৫,০০০/-) টাকার পে-অর্ডার/ডিডি জমা প্রদান করতে হয়। উক্ত স্কীমের আবেদন ও প্রয়োজনীয় তথ্যাদি উপ-সহকারী প্রকৌশলী, বিএডিসি যাচাই করে সহকারী প্রকৌশলী, পটুয়াখালীকে জমা প্রদান করেন।সহকারী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীকে পত্রের মাধ্যমে অবগত করান এবং দরপত্রের মাধ্যমে স্কীম ম্যানেজারকে স্থায়ীভাবে ভূ-গর্ভস্থ সেচনালা তৈরী করে হস্তান্তর করা হয়।
গ) কৃষক/ গ্রুপ ম্যানেজারদের প্রশিক্ষণ প্রদান
কৃষক/ গ্রুপ ম্যানেজারদের একটি নির্দিষ্ট মেয়াদান্তে সেচনালা/সেচযন্ত্র পরিচালনা, অধিক ফসল উৎপাদনের উপায়, ভূ-পৃষ্ঠে লবণ পানির অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ঘ) খাল/নালা পূণঃখনন, বক্সকালভার্ট/রেগুলেটর/স্লুইজ গেট, ক্যাটল ক্রসিং/ফুট ওভার ব্রীজ নির্মাণ
খাল/নালা পূণঃখননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি, সেচের পানি নিষ্কাশন ও জোয়ার ভাটার পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি জমি চাষযোগ্য করে তোলায় বিএডিসি’র ক্ষুদ্রসেচ উইং এর প্রধান কাজ।স্থানীয় জনপ্রতিনিধিদের চাহিদার প্রেক্ষিতে এবং বাস্তবতা যাচাই করে এ সকল স্কীম গ্রহন করা হয়। প্রতিটি স্কীমের জন্য সংস্থা কর্তৃক নির্ধারিত ফরম রয়েছে।ফরমসমূহ উপজেলা পর্যায়ের বিএডিসি অফিস পটুয়াখালী সদর, বাউফল, গলাচিপা, আমতলী, বরগুনা সদর, বামনা ইউনিট এবং জেলা পর্যায় সহকারী প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এর দপ্তরে পাওয়া যায়। ফরমটি সংগ্রহ করে একটি স্কীম করতে হয়। সেচ স্কীমে একজন কোষাধ্যক্ষ, একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক/গ্রুপ ম্যানেজার সহ কমপক্ষে বিশ (২০) জন সদস্য থাকতে হবে। এই কমিটি তৈরির মাধ্যমে স্কীম পরিচালিত হবে। অতঃপর স্কীম ফরমেশনের পরে উক্ত আবেদনে স্থানীয় জনপ্রতিনিধি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সুপারিশ এনে উপ-সহকারী প্রকৌশলী, বিএডিসি-কে জমাপ্রদান করতে হয়। উক্ত স্কীমের আবেদন ও প্রয়োজনীয় তথ্যাদি উপ-সহকারী প্রকৌশলী, বিএডিসি যাচাই করে সহকারী প্রকৌশলী, পটুয়াখালীকে জমা প্রদান করেন।সহকারী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলীকে পত্রের মাধ্যমে অবগত করান এবং দরপত্রের মাধ্যমে স্কীমটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা করে থাকেন।
বিএডিসি, পটুয়াখালী রিজিয়ন এর ইউনিট অফিসের নাম ও উপ-সহকারী প্রকৌশলীদের সাথে যোগাযোগঃ
ক্রমিক নং ইউনিটের নাম আওতাধীন উপজেলা উপ-সহকারী প্রকৌশলীর নাম মোবাইল নং
১। পটুয়াখালী সদর ইউনিট পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ এফ.এম তাজমির হোসাইন,
২। বাউফল ইউনিট বাউফল, দশমিনা এফ.এম. তাজমির হোসাইন
৩। গলাচিপা ইউনিট গলাচিপা, কলাপাড়া, রাংগাবালী আলী কারিমুল্লাহ
৪। আমতলী ইউনিট আমতলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম
৫। বরগুনা সদর ইউনিট বরগুনা সদর, বেতাগী মোঃ তারেকুল ইসলাম
৬। বামনা ইউনিট বামনা, পাথরঘাটা মোঃ তারেকুল ইসলাম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস